তারা হেফাজতে ইসলাম নয় বরং হেক্বারতে ইসলাম

কোনো ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায় বা দল পবিত্র দ্বীন ইসলাম উনার হেফাজতের মালিক নয়। বরং পবিত্র দ্বীন ইসলাম উনার হেফাজতের মালিক স্বয়ং খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি। পবিত্র কুরআন শরীফ উনার সূরা হিজর শরীফ উনার ৯নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই আমি পবিত্র কুরআন শরীফ নাযিল করেছি এবং আমিই পবিত্র কুরআন শরীফ উনার হিফাযতকারী। উল্লেখ্য, পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে ইলমই হচ্ছে দ্বীন ইসলাম। Continue reading

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবরাক ফরমান, “মুসলমান উনাদের সবচেয়ে বড় শত্রু ইহুদী অতঃপর মুশরিক” (পবিত্র সূরা মায়িদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৮২) রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নামে বাংলাদেশের অর্থ শুঁষে খাবে মুশরিক ভারত ॥ উপরন্তু ধ্বংস করে দিবে আমাদের ঐতিহ্য ও গৌরব ‘সুন্দরবন’ ॥ শত্রুর সাথে দেশবিরোধী এ চক্রান্তমূলক চুক্তি বাতিলের কোনোই বিকল্প নেই-১

গত ২০ এপ্রিল ২০১৩ ঈসায়ী তারিখে ‘রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে’ ভারতের সাথে তিনটি দেশবিরোধী পৃথক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ।
এ চুক্তিগুলো অনুসারে, খুলনার রামপালে ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে। আমাদের কাঁচামাল, আমাদের ভূমি, আমাদের তেল সম্পদ ব্যবহার করে পরিচালিত হবে উক্ত বিদ্যুৎকেন্দ্রটি। কিন্তু বিস্ময়কর হলেও সত্য- বিদ্যুৎকেন্দ্রটির সিংহভাগ (প্রায় ৮৫ শতাংশ) লাভ চলে যাবে ভারতের হাতে।
অথচ এই প্রকল্পের পার্শ্বপ্রতিক্রিয়ায় আজীবন ধুঁকতে হবে বাংলাদেশকেই। প্রকল্প সৃষ্ট পরিবেশ দূষণে ধ্বংস হয়ে যাবে পর্যায়ক্রমে বাংলাদেশের ঐতিহ্য ও গৌরব (প্রকল্পের নিকটবর্তী) ‘সুন্দরবন’। Continue reading

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘সবুজ পাতা’ ম্যাগাজিনে প্রদত্ত বিলাদত শরীফ সম্পর্কিত বর্ণনাটি ছহীহ ও দলীলভিত্তিক।

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) ডিজি যে কারণে বাজার থেকে ‘সবুজ পাতা’ জানুয়ারি-২০১৩ সংখ্যাটি তুলে নেয় তাহলো, নবীজি উনার যমীনে আগমন সম্পর্কিত বর্ণনাটি।
ওহাবীদের দ্বারা বিভ্রান্ত ইফা ডিজি’র মতে উক্ত বর্ণনা নাকি মওজু। নাউযুবিল্লাহ!
মূলত, নবীজি উনার যমীনে আগমন সম্পর্কিত উল্লিখিত বর্ণনাই ছহীহ ও দলীলভিত্তিক। যেমন, এ প্রসঙ্গে বর্ণিত রয়েছে-
كل مولود غير الانبياء يولد من الفرج وكل الانبياء غير نبينا مولود من فوق الفرج وتحت السرة.
অর্থ: হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ব্যতীত সমস্ত মানুষই স্বাভাবিক পথেই আগমন করেন। আর সমস্ত হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা স্বাভাবিক পথের উপর ও নাভি মুবারক উনার নিচ থেকে পবিত্র বিলাদত শরীফ লাভ করেন। (উমদাতুন নুকুল ফী কাইফিয়াতে ওয়ালাদাতির রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) Continue reading